দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদে এই বছর হোলিতে রং খেলবেন না আম আদমি পার্টির নেতাকর্মীরা। আগামী ২৬ মার্চ তাঁরা ঘেরাও করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবন। তার আগে ২৪ মার্চ দিল্লির সর্বত্র পোড়ানো হবে প্রধানমন্ত্রীর কুশপুতুল। আম আদমি পার্টির দিল্লির আহ্বায়ক গোপাল রাই এ কথা জানিয়েছেন। তাঁর দাবি, ষড়যন্ত্র করে কেজরিওয়ালকে গ্রেফতার করেছে ইডি।
আবগারি দুর্নীতি মামলায় বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয় দিল্লির মুখ্যমন্ত্রীকে।শুক্রবার তাঁকে রাউস অ্যাভিনিউ আদালতে হাজির করানো হয়। কেজরিওয়ালকে ৬ দিনের ইডি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। ইডির অভিযোগ, দুর্নীতিতে সরাসরি যুক্ত ছিলেন কেজরিওয়াল।
দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেফতারের প্রতিবাদে পথে নেমেছেন আম আদমি পার্টির নেতাকর্মীরা। আপ নেতা গোপাল রাই অভিযোগ করেছেন, আপের বিধায়ক এবং কাউন্সিলরেরা কোনও ভাবেই দিল্লির মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে পারছেন না৷ তাঁদের বাধা দেওয়া হচ্ছে।