প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবন ঘেরাও অভিযান ঘিরে উত্তপ্ত হয়ে উঠল দিল্লি। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতারির প্রতিবাদে এই কর্মসূচি গ্রহণ করেছেন আপ সমর্থকরা। যদিও পুলিশের তরফে আগেই জানিয়ে দেওয়া হয়, মঙ্গলবারের কর্মসূচির জন্য আপকে কোনও অনুমতি দেওয়া হয়নি।
কী ঘটেছে?
এদিকে অনুমতি না পেয়েও কর্মসূচি শুরু করেন আপ সমর্থকরা। একাধিক এলাকা থেকে আপের সদর দফতরে জমায়েত করেন তাঁরা। অভিযোগ, সেখানেই তাঁদের বাধা দেওয়া হয়। আটক করা হয় একাধিক সমর্থককে। তাঁদের টেনে হিঁচড়ে পুলিশ ভ্যানে তোলা হয় বলেও অভিযোগ।
Read More- তীব্র জলসঙ্কট, অপচয়ের দায়ে ২২ পরিবারকে লক্ষাধিক টাকা জরিমানা
আপের এই কর্মসূচির জন্য কঠোর নিরাপত্তা জারি করা হয়েছে গোটা দিল্লি জুড়ে। বিভিন্ন এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ। পাশাপাশি বিভিন্ন মেট্রো স্টেশনের গেট সাময়িক বন্ধ রাখা হয়েছে।