দিল্লির (Delhir) পর এবার পাঞ্জাবেও (Punjab) সরকার গড়তে চলেছে অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) আম আদমি পার্টি (AAP)। বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পথে আপ। এগিয়ে থাকা আসনের বিচারে কার্যত ধারেকাছে নেই কংগ্রেস (Congress), শিরোমণি অকালি দল (SAD), বিজেপি (BJP)।
১১৭ আসনের পাঞ্জাব বিধানসভা নির্বাচনে গুরুত্বপূর্ণ ইস্যু ছিল কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলন। দেখা যাচ্ছে, কৃষক ভোটের বিরাট অংশ পেতে চলেছে আপ। কংগ্রেসের দুর্গ ভেঙে মাফলার ম্যানের জয়জয়কার পাঞ্জাবে।
আরও পড়ুন: Five State Assembly Result: যোগীরাজ্যে এগিয়ে বিজেপি, গোয়ায় খাতা খোলার ইঙ্গিত তৃণমূলের
প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের (Amrindar Singh) সঙ্গে হাত মিলিয়ে লড়াই করেও দাগ কাটতে পারছে না বিজেপি। তথৈবচ শিরোমণি অকালি দলের অবস্থাও। সব প্রতিপক্ষকে কার্যত কয়েক যোজন পিছনে ফেলে দিয়েছে কেজরিয়ালের দল।