সম্প্রতি বিপুল ব্যবধানে জিতে পাঞ্জাবে (Punjab) বিধানসভায় ক্ষমতা দখল করেছে আম আদমি পার্টি (AAP)। মুখ্যমন্ত্রী হয়েছেন ভগবন্ত মান। এবার ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার হরভজন সিংকে(Harbhajan Singh) রাজ্যসভায় আপ-এর পক্ষ থেকে পাঠানোর জল্পনা তৈরি হল।
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সব ঠিক ঠাক থাকলে আম আদমি পার্টির মনোনীত সদস্য হয়ে রাজ্যসভায় যাচ্ছেন হরভজন। শচীন তেন্ডুলকরের(Sachin Tendulkar) পর একই ভূমিকায় তিনি। তবে সরকারি ভাবে এখনও ঘোষণা করা হয়নি আপের তরফে।
রাজ্যসভায় পাঁচ জন সদস্যকে মনোনীত করতে পারবে আপ। তারই একজন হতে পারেন ভারতের প্রাক্তন স্পিনার।