শুক্রবার দিল্লিতে ফের বৈঠকে বসছে NDA । রাজনৈতিক মহলের দাবি, এই বৈঠকেই ঠিক হতে পারে তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদীর শপথের দিন। সরকার গঠনের পাশাপাশি ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে মন্ত্রিসভা গঠন নিয়েও। রাজ্যে শুরু হয়েছে, এই মন্ত্রিসভায় কি ঠাঁই হবে বাংলার বিজেপি সাংসদদের ?
সরকার গঠনের আগেই মন্ত্রী পদ নিয়ে ইতিমধ্যেই বিজেপির উপর চাপ বাড়িয়েছে চন্দ্রবাবু নাইডুর তেলগু দেশম পার্টি। স্বরাষ্ট্র মন্ত্রক-সহ একাধিক মন্ত্রকের দাবি জানিয়েছে দক্ষিণের এই আঞ্চলিক দল। এরইমধ্যে বাংলা থেকে উঠে আসছে তিনটি মুখ। রাজনৈতিক মহলের দাবি, বিরাট কোনও অঘটন না হলে এনডিএ মন্ত্রিসভায় জায়গা হতে পারে তমলুক থেকে জয়ী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। দৌড়ে বালুরঘাট থেকে জয়ী সুকান্ত মজুমদার, এবং বিষ্ণুপুর থেকে জয়ী সৌমিত্র খাঁ।
রাজ্যে বিজেপির আসন কমার পাশাপাশি পরাজিত হয়েছেন দুই প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী। তাঁদের মধ্যে রয়েছেন কোচবিহার থেকে নিশীথ প্রামাণিক এবং বাঁকুড়ায় সুভাষ সরকার। হেরেছেন আরও একজন। তিনি কলকাতা দক্ষিণে দেবশ্রী চৌধুরী। বনগাঁ থেকে জিতেছেন একমাত্র প্রাক্তন জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর।
এই পরিস্থিতিতে এবারের মোদী মন্ত্রিসভায় বাংলা থেকে প্রাপ্তি কী, তার জন্য অপেক্ষা করতে হবে। এমনটাই দাবি করছে রাজনৈতিক মহল।