কংগ্রেস সভাপতি নির্বাচনের দিনে প্রবল অস্বস্তিতে তৃণমূল নেতৃত্ব। কারণ কংগ্রেস সভাপতি নির্বাচনে মল্লিকার্জুন খাড়্গেকে মনোনীত করতে টুইট করেছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়। এরপরেই বেশ খানিকক্ষণ কথাবার্তা হয় কুণাল-অভিজিতের মধ্যে। অবশ্য বিতর্কের মুখে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের সাফাই, প্রণব-পুত্রকে নিয়ে তৃণমূলে কোনও অস্বস্তি নেই। অন্যদিকে, নিজের অবস্থান স্পষ্ট করেছেন অভিজিৎ।
সোমবার সকালেই টুইটে করে মল্লিকার্জুন খাড়্গেকে ভোট দিতে আবেদন করেন অভিজিৎ। টুইটে তিনি লেখেন, ‘খাড়্গেজি প্রবীণ এবং বিচক্ষণ নেতা। লোকসভায় উনি কংগ্রেসকে নেতৃত্ব দিয়েছেন। আমি নিশ্চিত যে কংগ্রেস সভাপতি হয়ে উনি ঐক্যবদ্ধ করে কংগ্রেসকে এগিয়ে নিয়ে যাবেন।’ অভিজিতের এই টুইটের পর তাঁর সঙ্গে কথা বলেন তৃণমূল মুখপাত্র।
আরও পড়ুন- Shibpur Money Recovered: শিবপুরে উদ্ধার কোটি কোটি টাকা, দুই অভিযুক্তের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি
কুণাল ঘোষ জানান, 'বাংলার পুরনো কংগ্রেস কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলকেই আসল কংগ্রেস বলে মনে করেন। অভিজিৎবাবুও তেমনই এক কংগ্রেস কর্মী। এঁরা সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেশের শীর্ষ নেত্রী হিসাবে দেখতে চান। তাই হয়তো তিনি এমন মন্তব্য করেছেন।' পাশাপাশি, অভিজিৎ যে তৃণমূলেই আছেন, তাও এদিন স্পষ্ট করে দেন তৃণমূল মুখপাত্র।