মেঘালয়ের মাটিতে দাঁড়িয়ে ঐক্যের বার্তা অভিষেকের। উত্তর-পূর্বের এই রাজ্যের মানুষদের মন জিততে মেঘালয়ার বিশেষ টুপি পরে ভাষণ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মেঘালয়ের তুরার কর্মীসভা থেকে বিজেপি সরকারকে নিশানা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
এদিন মেঘালয় সরকারকে দুর্নীতিগ্রস্ত বলে তোপ দাগেন অভিষেক। ২০২৪ সালের আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুক্রবার তুরার সভা থেকে কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দেন তিনি। পাশাপাশি মেঘালয়ে দলের নতুন একটি কার্যালয়ের উদ্বোধনও করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। উল্লেখ্য, ২০২১-এ মুকুল সাংমা সহ ১২ জন কংগ্রেস বিধায়ক তৃণমূলে যোগ দেওয়ায় রাতারাতি মেঘালয়ের প্রধান বিরোধী দল হয়ে ওঠে তৃণমূল। তারপর থেকেই জোরকদমে শুরু হয়েছে সংগঠন বিস্তারের কাজ।
আরও পড়ুন- Calcutta High Court: হাইকোর্টের নির্দেশে কাটল অচলাবস্থা, ৯২ হন টেট উত্তীর্ণের ইন্টারভিউ নিল পর্ষদ
অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নেওয়ার পর থেকেই ত্রিপুরা-আসাম-মেঘালয়ে রাজনৈতিক জমি শক্ত করার কাজে ঝাঁপিয়েছে বাংলার শাসক দল। ত্রিপুরার পুরভোটেও অংশ নিয়েছিল তৃণমূল। তবে সেভাবে দাগ কাটতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।