১০০ দিনের কাজের টাকা চেয়ে বুধবার ধর্নায় বসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গেই কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংয়ের (Giriraj Singh) মন্ত্রকের সামনেই ধর্নায় বসছেন তৃণমূল সাংসদরা। মঙ্গলবার মহাবীর জয়ন্তী উপলক্ষ্যে কেন্দ্রীয় মন্ত্রকগুলি বন্ধ থাকার কারণে গিরিরাজ সিংহের দফতরের সামনেই ধর্না দেবেন তাঁরা। তৃণমূল সূত্রে খবর, সকাল সাড়ে ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই ধর্না চলবে।
রবিবার রাতেই রাজধানীতে পৌঁছে যান ডায়মণ্ড হারবারের তৃণমূল সাংসদ। ৩ দিনের সফরে সংসদীয় অধিবেশনে যোগ দেওয়ার কথা অভিষেকের। উল্লেখ্য, কেন্দ্রের বকেয়া টাকার আদায়ের দাবিতে গত ২৯-৩০ মার্চ কলকাতায় ধর্নায় বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সঙ্গেই ধর্নামঞ্চে ছিলেন তৃণমূলের একাধিক সাংসদ-বিধায়ক।
আরও পড়ুন- Sikkim Avalanche: ভয়াবহ তুষারধস সিকিমে, অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে, চাপা পড়ে আছেন আরও বহু মানুষ