সোমবার, চারদিনের সফরে গোয়া যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ভোটমুখী গোয়ায় (Goa Election 2022) তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করার সম্ভবনা আজই। পরবর্তী চারদিনে একাধিক কর্মসূচি রয়েছে অভিষেকের।
ইতিমধ্যে মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির (MGP) সঙ্গে জোটের ঘোষণা করেছে তৃণমূল (TMC)। ১৪ ফেব্রুয়ারি গোয়ায় নির্বাচন। ৪০ আসনের এই বিধানসভায় প্রাথমিকভাবে ৩০ আসনে লড়তে চলেছে তৃণমূল। বাকি আসনে লড়তে পারে এমজিপি।
এর মধ্যেই একদিন আগে কংগ্রেসের বিরুদ্ধে সরব হন তৃণমূল সাংসদ তথা গোয়ার ইনচার্জ মহুয়া মৈত্র (Mohua Moitra)। গোয়ার (Goa) বিধানসভা নির্বাচনে বিজেপিকে (BJP) হারাতে চায় তৃণমূল কংগ্রেস (TMC)। সে কারণে কংগ্রেসকে (Congress) সুনির্দিষ্ট ভাবে জোট প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু দু'সপ্তাহ পেরিয়ে গেলেও কোনও উত্তর দেয়নি কংগ্রেস। এমনই দাবি করলেন তৃণমূল সাংসদ মহুয়া