গর্ভপাত নিয়ে ঐতিহাসিক পর্যবেক্ষণ দেশের শীর্ষ আদালতের। দেশের সকল মহিলার নিরাপদ এবং আইনি গর্ভপাতের অধিকার আছে, জানাল সুপ্রিম কোর্ট। মেডিক্যাল টার্মিনেশন অব প্রেগন্যান্সি আইন সংক্রান্ত মামলায় এ কথা জানিয়েছে বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ। দেশের শীর্ষ আদালত বলেছে, “এমটিপি আইনে অবিবাহিত মহিলাদের গর্ভপাতের অধিকার রয়েছে। কিন্তু দেশের গর্ভপাত আইনের ব্যাপারে বিবাহিত এবং অবিবাহিতের কোনও প্রভেদ করা উচিত নয়।”
আইনে পরিবর্তন আনার ক্ষেত্রে বৈবাহিক ধর্ষণের বিষয়টিও উল্লেখ করা হয়েছে। এ নিয়ে বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেছেন, “বিনা সম্মতিতে যৌন সংসর্গ এবং সঙ্গীর সঙ্গে সংসর্গের জন্য হিংসার আশ্রয়ের অর্থ ধর্ষণ"। বিচারপতি আরও জানিয়েছেন, এই ক্ষেত্রে মহিলারা ইচ্ছার বিরুদ্ধে অন্তঃসত্ত্বা হয়ে পড়তে পারে। ধর্ষণের অর্থ বুঝে বৈবাহিক ধর্ষণের বিষয়ও এমটিপি আইনের আওতায় আনার কথা বলেন তিনি।
LPG Gas: মাসে দুটির বেশি সিলিন্ডার নয়, বছরে ১৫ টি, রান্নার গ্যাসের সংযোগে কেন্দ্রের নয়া নিয়ম