মাঝ আকাশে অকেজো হয়ে গেল ইন্ডিগো বিমানের শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র। মাত্র ৯০ মিনিটের যাত্রাপথে চূড়ান্ত হয়রানির শিকার হতে হয় যাত্রীদের। এই বিষয়টি নিয়ে নিজের সোশ্যাল মি়ডিয়া পেজে একটি ভিডিও শেয়ার করেছেন পঞ্জাবের প্রদেশ কংগ্রেস সভাপতি অমরিন্দর সিং রাজা ওয়ারিং। ঘটনাটি ঘটে চণ্ডীগড় থেকে জয়পুরের একটি বিমানে।
ওই ভিডিওতে দেখা যাচ্ছে বিমানের ভিতরে যাত্রীরা বিভিন্ন সামগ্রী দিয়ে হাওয়া খাচ্ছেন। এবং সেসময় একজন বিমান সেবিকাকে দেখা গেছে। যিনি যাত্রীদের মধ্যে টিস্যু পেপার বিলি করছেন। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি এডিটরজি বাংলা।
Read More- সুরক্ষায় গাফিলতি, ৩০ লাখ টাকা জরিমানার মুখে ইন্ডিগো
নিজের টুইটার হ্যান্ডেলে অমরিন্দর সিং লিখেছেন, ইন্ডিগোর 6E7261 বিমানে সমস্যা তৈরি হয়। ওই বিমানটি জয়পুর থেকে চণ্ডীগড় যাচ্ছিল। সেসময় শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র খারাপ থাকা অবস্থাতেই উড়তে শুরু করে বিমানটি।
এর জেরে বেশ সমস্যায় পড়েন যাত্রীরা । অনেকেই অসুস্থ বোধ করেন। তাঁর অভিযোগ, বিমান সংস্থার তরফে এবিষয়ে কোনও কথা বলা হয়নি।