করমণ্ডলের পর এবার টাটার কারখানা। দুর্ঘটনা ফাঁড়া কাটছে না ওড়িশার উপর থেকে। মঙ্গলবার ঢেঙ্কানলে টাটার ইস্পাত কারখানায় দুর্ঘটনায় কমপক্ষে ১৯ জন শ্রমিক আহত হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। টাটা স্টিল জানিয়েছে, এদিন বেলা একটা নাগাদ ফার্নেস পরীক্ষার কাজ চলছিল। তখনই এই দুর্ঘটনা ঘটে। আহতদের প্রাথমিক ভাবে প্ল্যান্টের ভিতরে অবস্থিত স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের পাঠানো হয় কটকে।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, গরম বাষ্প লিক হয়ে গিয়েই অসুস্থ হয়ে পড়েন প্ল্যান্টে থাকা শ্রমিকরা। খুব দ্রুত তাঁদের ওখান থেকে সরিয়ে ফেলা হয়। এলাকাও ঘিরে ফেলা হয়। পরিস্থিতির দিকে নজর রাখা হয়েছে বলেও জানিয়েছে টাটা কর্তৃপক্ষ। ঠিক কী কারণে দুর্ঘটনা ঘটল তাও খতিয়ে দেখা হচ্ছে। সেই সঙ্গে সংস্থার তরফে জানিয়ে দেওয়া হয়েছে কর্মীদের নিরাপত্তাতেই অগ্রাধিকার।