২০১৯ থেকে ২০২১ । তিন বছর সময়ের মধ্যে নিজের জীবন শেষ করে দিয়েছেন প্রায় এক লাখের বেশি দিনমজুর (Wage Earners Suicide) । লোকসভায় দিনমজুরদের এই আত্মহত্যার (Suicide) পরিসংখ্যান তুলে ধরেছেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী ভূপেন্দর যাদব । তিনি জানিয়েছেন,ন্যাশানাল ক্রাইম রেকর্ড ব্যুরোর পরিসংখ্যান অনুযায়ী, গত তিন বছরে প্রায় ১.১২ লক্ষ দিন মজুর আত্মহত্যা করেছেন ।
শ্রমমন্ত্রী জানান, তিন বছরে ৬৬,৯১২ গৃহিণী, ৫৩,৬৬১ ব্যবসায়ী, ৪৩,৪২০ চাকুরিজীবী এবং ৪৩,৩৮৫ বেকার ব্যক্তি আত্মহত্যার পথ বেছে নেন । এছাড়া, ওই একই সময়ের মধ্যে ৩৫,৯৫০ পড়ুয়া এবং ৩১,৮৩৯ কৃষিজীবী এবং কৃষি শ্রমিক আত্মহত্যা করেছেন।
আরও পড়ুন, Amartya Sen : জমি বিতর্কে বিশ্বভারতীর বিরোধিতা, অমর্ত্য সেনের 'পক্ষ' নেওয়ায় শো-কজ ছাত্রকে
মন্ত্রীর দাবি, অসংগঠিত শ্রমিক সামাজিক নিরাপত্তা আইন ২০০৮ অনুসারে সরকার অসংগঠিত শ্রমিকদের সামাজিক নিরাপত্তা দিতে বদ্ধপরিকর। এর মধ্যে রয়েছে স্বাস্থ্য সুরক্ষা, মাতৃত্ব সুবিধা, বার্ধক্য সুরক্ষা ইত্যাদি।