বাঘের রাজ্য। বাকি অন্য কিছু সঙ্গে এই নামেই পরিচিত মধ্য়প্রদেশ। কিন্তু এই বছর এক রিপোর্টে দাবি করা হয়েছে, এই সুনাম রাখতে পারেনি শিবরাজ সিং চৌহানের রাজ্য। এই বছরের জুলাই মাসের ১৫ তারিখ পর্যন্ত প্রকাশিত এক রিপোর্টে দাবি করা হয়েছে, গোটা দেশে ৭৪টি বাঘের মৃত্যু হয়েছে। তারমধ্য়ে ২৭টি বাঘ মারা গিয়েছে মধ্য়প্রদেশেই। এই রিপোর্ট পাওয়া যাবে ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটির ওয়েবসাইটে।
এনটিসিএ রিপোর্ট বলছে, মধ্যপ্রদেশে ছাড়া বাঘের মৃত্য়ু হয়েছে মহারাষ্ট্র, কর্নাটক, অসম, কেরল, রাজস্থান, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, বিহার, ওডিশা এবং ছত্তিশগড়ে। যদিও কেন্দ্রের এই সংস্থার রিপোর্টে বাংলার নাম নেই।
আরও পড়ুন: দীর্ঘ প্রশ্নমালা, সূত্রের দাবি, ভুবনেশ্বর থেকে ফিরতে পার্থকে জেরা শুরু
এই রিপোর্টে দেশে বাঘের মৃত্য়ুর একাধিক কারণ উল্লেখ করা হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য এলাকা দখলের লড়াই। এই তালিকায় সবার উপরে মধ্যপ্রদেশ। ২০১৮ সাল থেকে এই রাজ্যকে বাঘের রাজ্য বলা হয়। কানহা-সহ রাজ্যে আছে ছটি বাঘ সংরক্ষণ প্রকল্প। কেন্দ্রীয় সংস্থার রিপোর্টে বলা হয়েছে, মধ্যপ্রদেশে যে ২৭টি বাঘের মৃত্যু হয়েছে, তার মধ্যে ৯ জন পুরুষ ও ৮ বাঘিনী।