রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানিকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ বিহার থেকে গ্রেফতার এক যুবক। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বাড়ি দ্বারভাঙা জেলায়। বুধবারই মুকেশ ও তাঁর স্ত্রী নীতা আম্বানিকে খুন করার হুমকি দেওয়া হয়েছিল। একইসঙ্গে খুনের হুমকি দেওয়া হয়েছিল তাঁদের দুই ছেলেকেও।
পুলিশ জানিয়েছে, বিহারের দ্বারভাঙা জেলার মানিগাছি থানা এলাকার বাসিন্দা ধৃত ওই যুবক। তার নাম রাকেশ কুমার। ব্রহ্মপুরার ওই যুবকের থেকে ফোনও বাজেয়াপ্ত করেছে পুলিশ। জানা গিয়েছে, বেকারত্বের হতাশা থেকেই ওই যুবক এই হঠকারি কাজ করে ফেলেছে।
এরআগেও এই বছরের ১৫ অগাস্ট রিলায়েন্সের হাসপাতার উড়িয়ে দেওয়া হবে বলেও উড়ো ফোন এসেছিল। সেবারও এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল মুম্বই পুলিশ।