Mithun Chakraborty : পাকিস্তান থেকে মিঠুন চক্রবর্তীকে প্রাণনাশের হুমকি, পিছনে লরেন্সের বন্ধু

Updated : Nov 11, 2024 17:37
|
Editorji News Desk

হুমকি বিড়ম্বণা !

এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে খুনের অভিযোগে মুম্বই পুলিশের জালে যুবক শিবকুমার। ওই দিনই ফের হুমকি উড়ে এল টিনসেল টাউনে। হুমকি এবার বর্ষীয়ান মিঠুন চক্রবর্তীকে। ভারতীয় সিনেমায় তাঁর অবদানের জন্য সম্প্রতি দাদাসাহেব সম্মানে ভূষিত করা হয়েছে মিঠুনকে। লরেন্স গ্যাংয়ের হাত থেকে তিনিও রেহাই পেলেন না বলে এবার দাবি করা হল। 

তা কোথা থেকে এল এই হুমকি ?

মুম্বই পুলিশ জানিয়েছে, হুমকি এসেছে সীমান্তের ওপার থেকে। মুম্বই পুলিশের দাবি, বহু বছর পর কোনও ভারতীয় সুপারস্টারের প্রাণ নিতে হুমকি দেওয়া হল পাকিস্তান থেকে। জানা গিয়েছে, শাহজাদা ভাট্টি নামের এক গ্যাংস্টার ভিডিওবার্তা দিয়ে হুমকি দিয়েছেন মিঠুনকে। 

অভিনেতার পাশাপাশি মিঠুন এখন বিজেপি নেতাও। মহাগুরুর বিরুদ্ধে অভিযোগ সম্প্রতি তাঁর এক রাজনৈতিক ভাষণ ঠেস দিয়েছে বিশেষ এক সম্প্রদায়কে। তার প্রতিশোধ নেওয়ার জন্যই করাচি শহর থেকে এই হুমকি এসেছে বলে দাবি মুম্বই পুলিশের। 

ভিডিও বার্তায় মিঠুনকে ১০ থেকে ১৫ দিনের ক্ষমা চাইতে হবে বলে দাবি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এই শাহজাদা সীমান্তের ওপারে লরেন্স ঘনিষ্ঠ। রাজনৈতিক মহলের দাবি, ঘটনার সূত্রপাত ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ূন কবীরকে মিঠুনের জবাব প্রসঙ্গে। 

গত ২৭ অক্টোবর কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অনুষ্ঠান মঞ্চ থেকেই হুমায়ুনকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছিলেন মিঠুন। ভাগিরথী নদীকে মায়ের সঙ্গে তুলনা করেছিলেন তিনি। মুম্বই পুলিশের দাবি, মিঠুনের এই ভাষণ নিয়ে আপত্তি শাহজাদার। আর জেরেই প্রাণনাশের হুমকি লরেন্সের বন্ধুর। 

Mithun Chakraborty

Recommended For You

editorji | ভারত

Mamata Banerjee : আম্বেদকর নিয়ে শাহের ফ্যাশন মন্তব্য, তীব্র কটাক্ষ তৃণমূল নেত্রীর, পাল্টা জবাব মোদীর

editorji | ভারত

One Nation One Vote : কেমন হবে ভোট দানের চরিত্র, সিদ্ধান্ত এবার JPC-র কোর্টে

editorji | ভারত

ABHA Card: স্বাস্থ্য পরিষেবা নিয়ে এবার বিশেষ অ্যাকাউন্ট, লিঙ্ক করতে হবে আধার

editorji | ভারত

Fake International Call: আন্তর্জাতিক নম্বর থেকে ভুয়ো কল! হোয়াটসঅ্যাপে স্প্যাম থেকে বাঁচতে কী করবেন

editorji | ভারত

Abhishek Banerjee : নেত্রী মমতাকে ইন্ডিয়া জোটে চান অভিষেক, নির্বাচন নিয়ে কটাক্ষ কেন্দ্রকে