ডেরেক ও ব্রায়েন বিদেশি। তাঁর এই কটাক্ষ থেকে এবার পিছু হঠলেন প্রদেশ কংগ্রেস সভাপতি ও লোকসভায় কংগ্রেসের নেতা অধীর চৌধুরী। নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে এই ব্যাপারে তিনি ডেরেকের থেকে ক্ষমাও চেয়েছেন। তিনি জানিয়েছেন, এই ব্যাপারে তিনি তৃণমূল নেতার সঙ্গে ফোনে কথাও বলেছেন।
আসন্ন লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে কংগ্রেস-তৃণমূল কংগ্রেসের জোটে কাঁটা অধীর চৌধুরী। সম্প্রতি এভাবেই অধীরকে বিঁধেছিলেন ডেরেক। তার জবাব দিতে গিয়ে শিলিগুড়িতে তাঁকে বিদেশি বলে কটাক্ষ করেছিলেন অধীর। তৃণমূল তো বটেই এমনকী, সমাজ মাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েন বহরমপুরের সাংসদ।
এই অবস্থা থেকেই পিছু হঠতে হল অধীরকে। তাঁর দাবি, ভুল করে এই শব্দ ব্যবহার করে ফেলেছেন। ঘটনাচক্রে একসময় সনিয়া গান্ধীকে বিদেশি বলে কটাক্ষ করছেন গেরুয়া নেতারা। সেই সময় রুখে দাঁড়াতেন অধীর।