ইউক্রেন (Ukraine) থেকে ভারতীয় ছাত্রদের উদ্ধার প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ও বিজেপি সরকারকে (BJP Govt) তীব্র আক্রমণ কংগ্রেস নেতা অধীর চৌধুরীর (Adhir Chowdhury)। তথ্য গোপন করা হচ্ছে আর ঢাক বাজিয়ে প্রচার চলছে, কটাক্ষ কংগ্রেস সাংসদের।
কেন্দ্রকে আক্রমণ করে অধীর চৌধুরী বলেন, "এই সরকার ইলেকশন মোডে আছে। ইভাকিউশন মোডে নেই। সবাই বুঝতে পারছে। সারা বিশ্ব দেখছে, রাশিয়া ইউক্রেনকে আক্রমণ করতে ব্যবস্থা নিচ্ছে। কিন্তু অদ্ভুত কারণে সেখান থেকে ছাত্রছাত্রীদের উদ্ধার করা হল না। এখন চারটে মন্ত্রী পাঠানো হয়েছে। সেই মন্ত্রীরা কার সঙ্গে গল্প করছে, কোথায় বসছে। টিভিতে তার প্রচার চলছে।
আরও পড়ুন: স্ত্রী'কে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে গ্রেফতার হাওড়ার সিভিক ভলান্টিয়ার
এদিন বিজেপি সরকারকে আক্রমণ করে অধীর চৌধুরী বলেন, "এর মধ্যে দুটো ছাত্রের মৃত্যু হয়ে গেছে। আমরা সব তথ্য জানি না। অনেক তথ্য গোপন করা হচ্ছে। কিন্তু ঢাক বাজিয়ে অপারেশন গঙ্গা, তারও প্রচার চলছে।"