Adhir Chowdhury: 'রাষ্ট্রপত্নী' বিতর্কে পিছু হঠলেন অধীর, দ্রৌপদী মুর্মুকে চিঠি লিখে ক্ষমা প্রার্থনা

Updated : Aug 06, 2022 07:14
|
Editorji News Desk

দেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে (Draupadi Murmu) ‘রাষ্ট্রপত্নী’ বলে বিতর্কের ঝড় তোলেন কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। তুমুল সমালোচিতও হন তাঁর এই মন্তব্যের জন্য। ফলে এবার চাপে পড়ে চিঠি লিখে ক্ষমা চাইতে বাধ্য হলেন এই কংগ্রেস সাংসদ। শুক্রবার সন্ধে নাগাদ রাষ্ট্রপতিকে চিঠি লেখেন অধীর চৌধুরী। তিনি জানান, মুখ ফসকে ‘রাষ্ট্রপত্নী’ সম্বোধন করেছেন, তার জন্য তিনি ক্ষমা চেয়ে নিচ্ছেন। রাষ্ট্রপতি যেন ক্ষমা করে দেন। 

বুধবার কংগ্রেস (Congress) নেতা সোনিয়া গান্ধীকে ইডির জেরার প্রতিবাদে ধরনায় বসেছিলেন অধীর চৌধুরী-সহ দলীয় সাংসদরা। সেসময় এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি না বলে ‘রাষ্ট্রপত্নী’ বলে বসেন অধীর। সেই ভিডিও প্রকাশ্যে আসতেই ফুঁসে ওঠে বিজেপি। আসরে নামেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। তিনি বলেন, “সোনিয়া গান্ধী (Sonia Gandhi) দেশের সর্বোচ্চ আইনসভায় একজন মহিলাকে এভাবে অপমানিত হতে দিলেন। তিনি আদিবাসী বিরোধী, দলিত বিরোধী এবং নারী বিদ্বেষী।” বিজেপির দাবি ছিল, অধীরকে দ্রুত ক্ষমা চাইতে হবে। শুধু স্মৃতিই নন, এই প্রসঙ্গে নির্মলা সীতারমণ, প্রহ্লাদ যোশীরাও প্রতিবাদে সুর চড়ান। 

আরও পড়ুন- Mamata Banerjee: অগাস্টেই দিল্লি যাবেন মমতা, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত সাক্ষাতের সম্ভাবনা

প্রথমদিকে নিজের মন্তব্যের জন্য ক্ষমা চাইতে রাজি ছিলেন না অধীর। তিনি জানান, রাষ্ট্রপতি বলতে গিয়েই ভুল করে 'রাষ্ট্রপত্নী' বলে ফেলেছেন। এতে ক্ষমা চাওয়ার প্রশ্ন নেই। বিজেপি (BJP) তিল থেকে তাল করার চেষ্টা করছে বলেও পালটা তোপ দেগেছিলেন অধীর। তবে দলের চাপে পড়ে পিছু হঠেন তিনি। শুক্রবার চিঠি লিখে ক্ষমা চেয়েছেন অধীররঞ্জন চৌধুরী। 

CongressDraupadi MurmuAdhir ChowdhurySmriti Irani

Recommended For You

editorji | ভারত

Mumbai News : বাঁক খেতে গিয়ে ফেরিতে ধাক্কা, মুম্বইয়ে ভাইরাল নৌ-সেনার স্পিড বোটের ভিডিও

editorji | ভারত

Mamata Banerjee : আম্বেদকর নিয়ে শাহের ফ্যাশন মন্তব্য, তীব্র কটাক্ষ তৃণমূল নেত্রীর, পাল্টা জবাব মোদীর

editorji | ভারত

One Nation One Vote : কেমন হবে ভোট দানের চরিত্র, সিদ্ধান্ত এবার JPC-র কোর্টে

editorji | ভারত

ABHA Card: স্বাস্থ্য পরিষেবা নিয়ে এবার বিশেষ অ্যাকাউন্ট, লিঙ্ক করতে হবে আধার

editorji | ভারত

Fake International Call: আন্তর্জাতিক নম্বর থেকে ভুয়ো কল! হোয়াটসঅ্যাপে স্প্যাম থেকে বাঁচতে কী করবেন