নয়াদিল্লিতে (New Delhi) বন্ধ হয়ে গেল আফগানিস্তানের দূতাবাস (Afghanistan Embassy)। শনিবার এই নিয়ে বিবৃতি জারি করেছে আফগান সরকার। নয়াদিল্লির কূটনৈতিক অসহযোগিতাকে কারণ হিসেবে দেখানো হয়েছে। নয়াদিল্লির দূতাবাসে কর্মীর অভাব ও আর্থিক সাহায্যও ছিল না। নিজেদের সরকারের ব্যর্থতার কথাও উল্লেখ করেছে আফগানিস্তান।
তালিবান সরকার ক্ষমতায় আসার পরই রাজনৈতিক পটপরিবর্তন হয়েছে আফগানিস্তানের। এরপরই নয়াদিল্লির সঙ্গে সম্পর্ক অবনতি হয় পড়শি দেশের। তালিবান সরকার তাঁদের বিবৃতিতে জানিয়েছে, "এটি অত্যন্ত দুঃখজনক, হতাশার। নয়াদিল্লিতে আফগানিস্তানের দূতাবাসের কার্যকলাপ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুই দেশের ঐতিহাসক সম্পর্ক ও চুক্তির কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
আরও পড়ুন: নিম্নচাপের জেরে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টি, রবিবারও ভিজবে দক্ষিণবঙ্গ
ভারতে আফগান দূতাবাসের নেতৃত্বে ছিলেন রাষ্ট্রদূত ফরিদ মামুন্দজে। ২০২১ সালের অগাস্টে তালিবান আফগান সরকারের ক্ষমতা দখল করার পরে তিনি দায়িত্ব নিয়ে আসেন। ভারত এখনও তালিবান সরকারকে স্বীকৃতি দেয়নি। আফগানিস্থান যাতে ভারত বিরোধী কার্যকলাপ না করে, সেদিকেও জোর দেয় ভারত। এবার নয়াদিল্লির দূতাবাস বন্ধ করার সিদ্ধান্ত আফগান সরকারের।