ফের আতঙ্ক কেরলে (Keral)। এবার আফ্রিকান সোয়াইন ফ্লুর (Swine Fever) সন্ধান পাওয়া হেল কেরলে। দুটি পশুখামারে শূকরের শরীরে পাওয়া গিয়েছে এই ভাইরাস। অসুস্থ পশুদের পরীক্ষা করে এই বিষয় নিশ্চিত করেছে ভোপালের ন্যাশনাল ইনস্টিটিউট অফ হাই সিকিউরিটি অ্যানিমাল ডিজিজ।
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, কেরলের ওয়ানাড়ে খামারের মধ্যে বেশ কিছু শূকরের মৃত্যুর পরই পরীক্ষা করা হয়। পরীক্ষা করে জানা যায়, আফ্রিকান সোয়াইন ফিভারে আক্রান্ত ওই পশুরা। পরে দেখা যায়, পার্শ্ববর্তী খামারগুলিতেও ওই ভাইরাস ছড়িয়ে পড়েছে।
আরও পড়ুন: দেশে তৃতীয় মাঙ্কিপক্স আক্রান্তের হদিশ মিলল কেরালায়
প্রসঙ্গত, এর আগে মিজোরাম, সিকিম, নাগাল্যান্ড, ত্রিপুরা, উত্তরাখণ্ড, বিহার, অসমেও আফ্রিকান সোয়াইন ফিভারের ভাইরাসের খোঁজ পাওয়া গিয়েছিল।এখনও এই ভাইরাসের কোনও প্রতিষেধক নেই। যা অন্যতম চিন্তার কারণ। কেরল সরকারের আধিকারিকরা, এই দুটি খামারের ৩০০ শূকর মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন যাতে রোগ ছড়িয়ে পড়তে না পারে। অন্য যাবতীয় ব্যবস্থাও নেওয়া হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, যে এলাকায় একবার এই রোগ ছড়াবে, সেখানকার মানুষদেরও সতর্ক থাকতে হবে। কোনও ভাবেই যাতে শূকরের মাংস কেউ না খান তা নিশ্চিত করতে হবে। কেরলে এই বিষয়টি নিয়ে নির্দেশিকা জারি করেছে প্রশাসন।