দিল্লি কান্ডের পরতে পরতে রহস্য। আফতাবকে জেরা করে অবাক করা সব তথ্যের হদিশ পাচ্ছেন পুলিশকর্তারা। জানা গিয়েছে, জনপ্রিয় মার্কিন অপরাধমূলক ওয়েব সিরিজ 'ডেক্সটার' দেখে শ্রদ্ধাকে খুনের ছক কষেন তিনি। খুনের পর শ্রদ্ধার দেহ টুকরো টুকরো করতে এবং রক্তের দাগ পরিষ্কারের পদ্ধতি খুঁজতে গুগলেও সার্চ করেন শ্রদ্ধার লিভ-ইন সঙ্গী। আফতাবের থেকে এই তথ্য পেয়ে রীতিমতো শিউরে উঠেছেন দুঁদে পুলিশকর্তারাও।
দিল্লি পুলিশ জানিয়েছে, শুধু মার্কিন অপরাধমূলক ওয়েব সিরিজ নয়, সোমবার একাধিক অপরাধমূলক ছবি এবং ওয়েব সিরিজ দেখেন শ্রদ্ধার লিভ-ইন সঙ্গী। ধৃতের সোমবার রাতের ‘গুগল পরিসংখ্যান’ তুলে ধরে দিল্লি পুলিশের দাবি, রীতিমতো ঠান্ডা মাথায় শ্রদ্ধাকে খুনের ছক কষেন অভিযুক্ত।
পুলিশ সূত্রে খবর, আফতাব-শ্রদ্ধা দু’জনেই আদতে মুম্বইয়ের বাসিন্দা। কল সেন্টারে কাজ চলাকালীন একটি ডেটিং অ্যাপে দু'জনের পরিচয়। দক্ষিণ দিল্লির অতিরিক্ত ডিসিপি অঙ্কিত চৌহান জানান, তিন বছর আগে লিভ-ইন করতে শুরু করেন এই দুই তরুণ-তরুণী। এরপরেই তাঁরা মুম্বই ছেড়ে দিল্লি চলে যান। কিন্তু কিছুদিন পর থেকে বিয়ের জন্য আফতাবকে চাপ দিতে শুরু করেন শ্রদ্ধা। কিন্তু আফতাব বিয়েতে রাজি না থাকায় রোজই তাঁদের ঝামেলা হত বলেই খবর। গত ১৮ মে তুমুল ঝগড়া বাধে দু’জনের। ঝগড়া চলাকালীন শ্রদ্ধাকে গলা টিপে খুন করেন আফতাব।