প্রকাশ্যে এসেছে শ্রদ্ধা ওয়ালকার খুনের মামলায় পুলিশের পেশ করা ৬ হাজার ৬০০ পাতার চার্জশিট। শ্রদ্ধাকে খুন করে সেই রাতেই একটি দোকান থেকে চিকেন রোল অর্ডার করেছিল লিভ ইন সঙ্গী আফতাব পুনাওয়ালা। প্রেমিকার দেহের ৩৫ টুকরো করতে ঘর ভেসে গিয়েছিল রক্তে, ২ বোতল হারপিক কিনে ধোয়া হয়েছিল গোটা ফ্ল্যাট, পুলিশের চার্জশিটে এমনই তথ্য রয়েছে।
পুলিশকে আফতাব জানিয়েছেন, শ্রদ্ধাকে খুনের পর সেদিন সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে বাড়ির কাছাকাছি একটি দোকান থেকে ১টি করাত, ৩টি ব্লেড, ১টি হাতুড়ি এবং প্লাস্টিকের ক্লিপ কেনেন। পর দিন গভীর রাত থেকে শুরু হয় একটু একটু করে শ্রদ্ধার দেহের টুকরো আশেপাশের জঙ্গলে ছড়িয়ে রাখার কাজ।
আফতাফ আমিন পুনাওয়ালার সঙ্গে লিভ ইন সম্পর্কে ছিলেন শ্রদ্ধা।গত বছর ১৮ মে, দুজনের মধ্যে অশান্তি হয়। শ্রদ্ধাকে খুন করে তার দেহ ৩৫ টা টুকরো করে ফেলে আফতাফ। তারপর সে সব সংরক্ষণের জন্য একটি ফ্রিজ কেনে আফতাফ। খুনের পর ১৮ দিন নিজের ঘরের ফ্রিজেই রাখা ছিল প্রেমিকার দেহের সব টুকরো। তারপর দিল্লির নানা প্রান্তে ছড়িয়ে দেওয়া হয় সেসব। রোজ রাত দুটোর শ্রদ্ধার দেহের টুকরো নিয়ে বাড়ি থেকে বেরতো আফতাফ।
বেশ কয়েদিন শ্রদ্ধাকে ফোনে না পেয়ে ফ্ল্যাটে গিয়ে শ্রদ্ধার বাবা দেখেন, ফ্ল্যাট তালা বন্ধ। তারপরই পুলিশের দ্বারস্থ হন তিনি। ৮ নভেম্বর অপহরণের অভিযোগ নথিভুক্ত করেন। তারপরই আফতাফকে গ্রেফতার করেছে পুলিশ। শ্রদ্ধার দেহের টুকরোগুলির খোঁজ চলছে।