বৃহস্পতিবার শ্রদ্ধা হত্যাকাণ্ডে ধৃত আফতাব পুনাওয়ালার পাঁচদিনের হেফাজতের মেয়াদ বাড়াল দিল্লির আদালত। আফতাবকে হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে নিয়ে যাবে দিল্লি পুলিশ।
ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, জেরায় আফতাব এই খুনের কথা স্বীকার করেছে। খুনের পর দেহের টুকরো প্লাস্টিকের ময়লা ফেলার প্যাকেটে ভরে জঙ্গলে ফেলে দিয়ে এসেছে বলে দাবি তার। ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, এই নৃশংসতার কথা মাথায় রেখে পুলিশ আফতাবের নার্কো টেস্টের সিদ্ধান্ত নিয়েছে। এই নিয়ে আদালতের কাছে আবেদনও করেছে পুলিশ।
আদালতের অনুমতি ছাড়া পুলিশ নারকো টেস্ট করতে পারে না। সাধারণত জটিল ও হাই-প্রোফাইল মামলার তদন্তে পুলিশ নারকো টেস্টের সাহায্য নেয়। এদিন ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে আফতাবকে আদালতে হাজির করানো হয়।
আরও পড়ুন: জেরার সময় পুলিশের চোখে চোখ রেখেই উত্তর দিয়েছে ভাবলেশহীন আফতাব
সিনিয়র ইন্সপেক্টর সম্পত রাও পাটিল জানিয়েছেন, জেরার সময় আফতাব অত্যন্ত শক্ত ছিল। সে ধারণা করতে পারেনি পুলিশ তাকে জালে ফেলতে পারবে। জেরার সময় আফতাবে বয়ানের সঙ্গে ফোনের কল রেকর্ড এবং অন্যান্য তথ্য না মেলায় পুলিশের সন্দেহ বাড়ে। শ্রদ্ধা কেন দু'মাস ফোন বন্ধ রেখছে, তারও কোনও উত্তর দেয়নি আফতাব। এরপর দিল্লি পুলিশ ও মহারাষ্ট্র পুলিশ যৌথভাবে আফতাবকে জেরা করে। সেখানেই সবকিছুর প্রকাশ্যে আসে