শ্রদ্ধা হত্যা মামলায় নয়া মোড়। পুলিশের হাতে অভিযুক্ত আফতাব আমিন পুনাওয়ালার অডিও রেকর্ড। এই রেকর্ডিংকে ‘বড় প্রমাণ’ বলেই মনে করছে পুলিশ। অডিয়োতে শোনা যায় শ্রদ্ধার সঙ্গে কোনও বিষয়ে কথা কাটাকাটি চরমে পৌঁছে যায়। প্রাথমিকভাবে পুলিশের মত, এই অডিও রেকর্ড থেকেই শ্রদ্ধার হত্যাকাণ্ডে নয়া দিগন্ত খুলে যেতে পারে।
Covid19 : করোনা আতঙ্ক ! চিন থেকে তাজ মহলে আসা পর্যটক করোনা পজিটিভ
লিভ-ইন পার্টনার শ্রদ্ধার দেহ ৩৫ টুকরো করে, দেহাংশ দিল্লির বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছিল অভিযুক্ত আফতাব। পুলিশি জেরায় ইতিমধ্যেই খুনের কথা স্বীকারও করে নিয়েছে আফতাব, কিন্তু তার প্রমাণ জোগাড় করতে হিমশিম খেয়ে যাচ্ছে পুলিশ।
সোমবার, আফতাবের গলার স্বরের ফরেন্সিক টেস্ট করা হবে। তারপর মিলিয়ে দেখা হবে অডিও রেকর্ডিং-এর সঙ্গে।