কথায় বলে, 'মাছে ভাতে বাঙালি'। আর বাঙালির সেই অভ্যেস নিয়েই গুজরাতের ভোটের প্রচারে গিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন অভিনেতা পরেশ রাওয়াল। বাঙালির মাছ খাওয়া নিয়ে প্রাক্তন বিজেপি সাংসদের এই মন্তব্যের জেরে FIR দায়ের করেছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, তার ভিত্তিতেই আদালতে তলব করা হয়েছিল অভিনেতাকে। সেলিমের পাল্টা এবার হাইকোর্টে মামলা দায়ের করলেন অভিনেতা পরেশ রাওয়াল। আগামী ২ ফেব্রুয়ারি রাজাশেখর মান্থার বেঞ্চে হতে পারে এই মামলার শুনানি।
Supreme Court: বিয়ের প্রতিশ্রুতি ভাঙা মানেই মিথাচার নয়, ধর্ষণের অভিযোগ খারিজ সুপ্রিম কোর্টের
উল্লেখ্য, বাঙালির মাছ-ভাত খাওয়া নিয়ে প্রকাশ্য জনসভায় বিতর্কিত মন্তব্য করে শিরোনামে এসেছিলেন বিজেপি নেতা তথা অভিনেতা পরেশ রাওয়াল (Paresh Rawal)। গুজরাটে বিজেপির হয়ে ভোটপ্রচারে সেই মন্তব্যের জেরে বাঙালিদের রোষের মুখে পড়েন প্রবীণ অভিনেতা। ক্ষমা চেয়েও হয়নি কাজ। অভিনেতার বিরুদ্ধে ঘৃণা-ভাষণের অভিযোগে স্বতপ্রণোদিত মামলাও দায়ের করেছিল কলকাতা পুলিশ। সভায় দাঁড়িয়ে তিনি বলেছিলেন, ‘‘মুদ্রাস্ফীতি সহ্য করতে পারবেন গুজরাতের মানুষ। কিন্তু পাশের বাড়িতে যদি রোহিঙ্গা উদ্বাস্তু কিংবা বাংলাদেশিরা এসে ওঠেন, তখন গ্যাস সিলিন্ডার নিয়ে কী করবেন? বাঙালিদের জন্য মাছ ভাজবেন?”