সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহে রাষ্ট্রপতি নির্বাচনে নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করতে চলেছে বিজেপি। কিন্তু তার আগে ফের ধাক্কা বিরোধী শিবিরে। এনসিপি নেতা শরদ পওয়ারের পর এবার রাষ্ট্রপতি নির্বাচনের দৌড় থেকে নিজেকে সরিয়ে নিলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্য়মন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লা। সংবাদসংস্থাকে ফারুক জানিয়েছেন, জম্মু-কাশ্মীরের যা পরিস্থিতি, তাতে তাঁকে এখনও সক্রিয় রাজনীতিতে ভূমিকা পালন করতে হবে। একইসঙ্গে তাঁর নাম প্রস্তাব করার জন্য তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়াকে ধন্যবাদ জানিয়েছেন। কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সেই সিনিয়র নেতাদের প্রতি যাঁরা দিল্লিতে শেষ বৈঠকে তাঁর নাম প্রস্তাব করেছিলেন।
সম্প্রতি দিল্লিতে গিয়ে বৈঠক করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। মূলত তাঁর আমন্ত্রণেই রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিতে একজোট হয়েছিল ১৭ বিরোধী দল। উল্লেখযোগ্য ভাবে মমতার বৈঠকে হাজির হয়েছিল কংগ্রেস এবং সিপিএম। ছিল সিপিআই, আরএসপিও। বিরোধীদের ডাকা ওই বৈঠকেই প্রার্থী হওয়ার ব্যাপারে নিজের মনোভাবের কথা জানিয়েছিলেন বর্ষীয়ান রাজনৈতিক শরদ পওয়ার। রাজনৈতিক মহলের দাবি, তিনি যে প্রার্থী হতে চান না, তা আগেই এনসিপির বৈঠকে জানান পওয়ার। তবু দিল্লিতে গিয়ে বোঝানোর চেষ্টা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সূত্রের খবর, পওয়ারের এই অনড় মনোভাবের কথা মাথায় রেখে প্রার্থী হিসাবে আরও দুটি নাম প্রস্তাব করা হয়েছিল। যার মধ্য়ে একটি ফারুক আবদুল্লা। কিন্তু শনিবার ফারুক জানিয়ে দিলেন, তাঁর পক্ষে রাষ্ট্রপতি নির্বাচনে লড়াই করা এখনই সম্ভব নয়।