সেনায় ভুয়ো নিয়োগের অভিযোগে চাঞ্চল্য উত্তরপ্রদেশের গাজিয়াবাদে। সেনাবাহিনীতে চার মাস ‘চাকরি’ করার পরে এক যুবক জানতে পারলেন তাঁকে আদৌ নিয়োগই করা হয়নি। পুলিশকে প্রতারণার কথা জানিয়ে অভিযোগ দায়ের করেছেন মনোজ কুমার নামক এক যুবক। ঘটনার জেরে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে রাহুল সিং নামক এক প্রাক্তন সেনাকর্মী।
প্রতারিতের অভিযোগ, চলতি বছরের জুলাইতে রাহুলকে ১৬ লক্ষ টাকা দেন তিনি। বদলে তাঁকে সেনার উর্দি এবং পরিচয়পত্রের ব্যবস্থা করে দেয় রাহুল। পরবর্তীতে টেরিটোরিয়াল আর্মির ১০৮ নম্বর পদাতিক ব্যাটেলিয়নে প্রশিক্ষণরত জওয়ান হিসেবে পাঠানকোটে পাঠানো হয় মনোজকে। প্রতারিতের দাবি, সেখানে তিনি চার মাস কাজ করেন। বেতন বাবদ প্রতি মাসে তাঁকে দেওয়া হয় ১২,৫০০ টাকা। ফলে টাকা দিয়ে চাকরি পাকা হয়ে গিয়েছে ভেবে নিশ্চিন্ত ছিলেন গাজিয়াবাদের এই বাসিন্দা।
আরও পড়ুন- Uttar Pradesh Hospital: প্রসূতি এডস আক্রান্ত, স্পর্শ করতে অস্বীকার চিকিৎসকদের, সন্তান হারালেন তরুণী
কিন্তু অচিরেই তাঁর সেই ভুল ভেঙে যায়। পাঠানকোটে থাকাকালীনই মনোজ জানতে পারেন, তিনি আদৌও সেনাবাহিনীর অংশই নন। রাহুলের হাত ধরে তিনি সেনাছাউনির অস্থায়ী কর্মী হিসাবে কাজ পেয়েছেন। ঘটনার কথা জানতে পেরেই পুলিশের কাছে যান তিনি। সমস্ত ঘটনা জানিয়ে রাহুলের নামে অভিযোগ করেন থানায়। ঘটনার তদন্তে নেমে গ্রেফতার করা হয় রাহুল সিংকে। তাকে জেরা করে আবার বিট্টু সিং নামক আরও এক অভিযুক্তকে ধরা হয়। তবে এখনও ফেরার এই ভুয়ো নিয়োগ চক্রের মাথা রাজা সিং।