ফের দুর্ঘটনার কবলে ভারতীয় বায়ুসেনার (Indian Air Force) মিগ (Mig-21) যুদ্ধবিমান।
চলতি মাসের আট তারিখ তামিলনাড়ুর (Tamil Nadu) নীলগিরির জঙ্গলে ভেঙে পড়েছিল ভারতীয় বায়ুসেনার রুশ কপ্টার। সেই ঘটনায় মৃত্যু হয়েছিল ভারতের
প্রথম সেনা সর্বাধিনায়ক (Cds) বিপিন রাওয়াত-সহ ১৫ জনের। সেই ঘটনার রেশ কাটার আগে এবার শুক্রবার রাজস্থানের (Rajasthan) জয়সলমীরে ভেঙে
পড়ল আরও একটি মিগ-21। ঘটনায় মৃত্যু হয়েছে বিমানে চালক উইং কম্যান্ডার হর্ষিত সিনহার।
শুক্রবার জয়সলমীরের পুলিশ (Police) সুপার অজয় সিং সংবাদসংস্থা পিটিআইকে (Pti) জানান, স্থানীয় একটি বনাঞ্চলে ভারতীয় বায়ুসেনার মিগ যুদ্ধ বিমান
ভেঙে পড়ে। সাম থানা এলাকার বাসিন্দারাই প্রথম বিমান ভাঙার খবর পুলিশকে দিয়েছেন। এই খবরের সত্যতা স্বীকার করেছে ভারতীয় বায়ুসেনা। ঘটনার তদন্তের
নির্দেশ দেওয়া হয়েছে। দুর্ঘটনায় উইং কমান্ডার হর্ষিত সিনহার মৃত্যুতে শোক প্রকাশ করে তাঁর পরিবারকে সমবেদনা জানানো হয়েছে।