অগ্নিপথ নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তে চিঁড়ে ভিজল না। বরং বৃহস্পতিবারের পর শুক্রবারও ফের উত্তাল হল বিহার। লখিসরাইয়ে ট্রেনের উপর হামলার অভিযোগ করা হয়েছে। বিক্ষোভকারীরা ট্রেনে আগুন ধরিয়ে দিয়েছেন বলেও অভিযোগ আসছে। এদিন সকাল থেকেই বিহারের একাধিক জেলা থেকে হিংসার খবর পাওয়া গিয়েছে। কোথাও কেন্দ্রীয় সম্পত্তি লক্ষ করে পাথর ছোড়া হয়েছে, কোথাও সকাল থেকে অবরুদ্ধ করা হয়েছে রাস্তা।
এদিকে, অগ্নিপথ নিয়ে বিক্ষোভের মুখে পড়ে প্রকল্পে নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা বাড়াল কেন্দ্র। আবেদনের বয়স ২১ থেকে বাড়িয়ে ২৩ করা হয়েছে। কেন্দ্রের বিবৃতিতে জানানো হয়েছে, গত দু’বছরে সেনা বাহিনীতে নিয়োগ করা সম্ভব হয়নি। তাই, ২০২২ সালে প্রস্তাবিত অগ্নিপথ প্রকল্পে নিয়োগের ক্ষেত্রে এককালীন ছাড় দিয়ে বয়সের ঊর্ধ্বসীমা ২৩ করা হচ্ছে।
প্রসঙ্গত, কেন্দ্র এর আগে ১৭ বছর থেকে ২১ বছর পর্যন্ত যুবক-যুবতীদের ভারতীয় সেনায় চার বছরের চুক্তিভিত্তিক নিয়োগ ঘোষণা করেছে। প্রকল্পের নাম দেওয়া হয়েছে অগ্নিপথ। প্রকল্পের বিরুদ্ধে বিহার-সহ দেশের একাধিক জায়গায় বিক্ষোভ শুরু হয়। রীতিমতো রণক্ষেত্র হয়ে ওঠে বিহার। এই পরিস্থিতিতে কেন্দ্র কিছুটা বাধ্য হয়েই নিয়ম শিথিল করল।
কিন্তু তাতেও পরিস্থিতি বাগে এল না। যার প্রমাণ শুক্রবার সকালের বিহারের উত্তেজনা।