বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট। তার আগেই প্রকাশ পেতে চলেছে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের একটি মিউজিক ভিডিও। পঞ্চায়েত ভোটের আগেই গানের সুরে বিরোধীদের চ্যালেঞ্জ এই তৃণমূল বিধায়কের। রবিবার দক্ষিণ কলকাতার এক ক্লাবে শেষ হল মিউজিক ভিডিয়োর শুটিং।
সংবাদমাধ্যমকে মদন মিত্র জানান, "নন্দীগ্রামে গোল, সিঙ্গুরেতেও গোল, দিলুর গ্রামে গোল, আর শিশুর গ্রামে গোল। আমরা হলাম ব্রাজিল, আর্জেন্টিনা, রামে-বামে ছেদো জোটে, পাত্তা দিই না। ওহ্ লাভলি।" একদিকে ফুটবল বিশ্বকাপ, অন্যদিকে পঞ্চায়েত ভোট। তার আগেই আসর মাতাতে হাজির তৃণমূলের 'কালারফুল' বিধায়ক মদন মিত্র।
আরও পড়ুন- Suvendu Adhikari: ‘অভিষেক ফোবিয়ায় ভুগছেন শুভেন্দু', বিজেপি নেতাকে গোলাপ পাঠাবে তৃণমূলের ছাত্র-যুবরা
এদিন গানের পাশাপাশি কথার ছলেও বাম-বিজেপিকে বেঁধেন কামারহাটির তৃণমূল বিধায়ক। কিছুদিন আগেই সিএএ-এনআরসির বিরুদ্ধে তাঁর নেতৃত্বে বিশাল মিছিল হয় কামারহাটি এলাকায়। সেই মিছিল থেকেও বিজেপি-সিপিএমকে এক বন্ধনীতে বসিয়ে আক্রমণ শানান মদন মিত্র।