আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে কার্যত ভয় পেতে শুরু করেছে মনুষ্য প্রতিভা। ChatGpt এর মতো App থেকে শুরু করে বিভিন্ন টুল ব্যবহার করে নিমেষে কল্পনাকে বাস্তবে পরিণত করা সম্ভব হচ্ছে। এবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে একজন সঞ্চালিকা তৈরী করে ফেলল জনপ্রিয় সংবাদ মাধ্যম। ওড়িশার সংবাদ মাধ্যম OTV তে খবর পড়বেন নিউজ অ্যাঙ্কর লিসা।
Bengal Panchayat Election: কার দিকে পাল্লা ভারী? গণনার আগের দিন ভোটের হিসেব মেলাতে ব্যাস্ত ডান-বাম সবাই
এই ঘটনা রীতিমতো অবাক করেছে সকলকে। এই জনপ্রিয় সংবাদ মাধ্যমের কর্নধার লিসাকে দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। লিসার অনেক ভাষায় কথা বলারও ক্ষমতা রয়েছে।