আকাশপথে চিকিৎসা। অভূতপূর্ব সাফল্য এইমসের পাঁচ চিকিৎসকের। বেঙ্গালুরু থেকে দিল্লিগামী বিমানে (Bengaluru to Delhi) ছিল ২ বছরের এক শিশু। মাঝ আকাশে হঠাৎ শ্বাসপ্রশ্বাস সম্পূর্ণ বন্ধ হয়ে যায় শিশুটির। তড়িঘড়ি ব্যবস্থা নিয়ে ওই শিশুর প্রাণ বাঁচালেন চিকিৎসকরা।
বিমান চলাকালীন হঠাৎ বিমানকর্মীরা শিশুটির বিপদের কথা ঘোষণা করেন। ওই বিমানেই যাত্রা করছিলেন এইমসের (AIIMS) পাঁচ চিকিৎসক। ইন্ডিয়ান সোসাইটি ফর ভাস্কুলার অ্য়ান্ড ইন্টারভেনশনাল রেডিওলজি থেকে দিল্লি ফিরছিলেন ওই পাঁচ চিকিৎসক। এরপরই ওই চিকিৎসকরা শিশুটির চিকিৎসার জন্য এগিয়ে আসেন। যুদ্ধকালীন তৎপরতায় শিশুটির শরীরে আইভি ক্যানুলা সফলভাবে প্রতিস্থাপিত করা হয়। জ্ঞান ফেরে, রক্ত চলাচলও স্বাভাবিক হয়। এমসের নয়াদিল্লির শাখা সোশ্যাল মিডিয়ায় ওই শিশু ও চিকিৎসকদের ছবি গিয়ে তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন।
আরও পড়ুন: লাদাখ থেকে উটি, এবার চকোলেট বানালেন রাহুল গান্ধী
চিকিৎসকরা জানিয়েছেন, দ্বিতীয়বার কার্ডিয়াক অ্যারেস্টের জন্য এই পরিস্থিতি তৈরি হয়। মাঝ আকাশেই চিকিৎসা শুরু হয় শিশুটির। নাগপুরে বিমানের জরুরি অবতরণ করা হয়। এরপর নাগপুরের এক হাসপাতালে নিয়ে যাওয়া হয় শিশুটিকে।