চলতি বছরে এই নিয়ে দ্বিতীয়বার। ফের অসুস্থ হয়ে হাসপাতালে সনিয়া গান্ধী। বৃহস্পতিবার তাঁকে ভর্তি করা হয়েছে দিল্লির হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, ভাল আছেন সনিয়া। তাঁর গায়ে হালকা জ্বর আছে। বৃহস্পতিবার জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে শ্রী গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছিল কংগ্রেসের প্রাক্তন সভাপতিকে। ইতিমধ্যেই তাঁর বেশ কয়েকটি পরীক্ষা হয়েছে। গঠন করা হয়েছে মেডিক্যাল টিম।
দিন কয়েক আগে রায়পুরে কংগ্রেসের প্লেনারি যোগ দিয়েছিলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি। সেখানেই জানিয়েছিলেন, তাঁর অবসরের কথা। বারবার দাবি করেছেন, শরীর তাঁর সঙ্গ দিচ্ছে না। রায়পুর থেকে ফিরে ফের অসুস্থ হয়ে পড়লেন তিনি। কংগ্রেস সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে গায়ে জ্বর ছিল প্রাক্তন সভাপতির। তাই আর ঝুঁকি না নিয়ে চিকিৎসকদের পরামর্শে সনিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়।
এই বছরের জানুয়ারিতে শ্বাসনালিতে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সনিয়া। তিন মাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয় বার হাসপাতালে ভর্তি করাতে হল তাঁকে।