জামা না পরেই ম্যানেজমেন্টের মিটিং। শুধু তাই নয়, মিটিং চলাকালীন নিলেন ম্যাসাজও। এয়ার এশিয়া সংস্থার সিইও টনি ফার্নান্ডেজের ছবি সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল।
অস্বস্তি নয়, নিজের এই ছবি লিঙ্কডিনে নিজেই পোস্ট করেছেন তিনি। পোস্ট করে তিনি লেখেন, তাঁর সংস্থার কর্মসংস্কৃতি এতই উদার, যে সপ্তাহ শেষে ম্যাসাজ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে তাঁকে। তাই এই ম্যাসাজ নিতে নিতেই তিনি ম্যানেজমেন্ট মিটিং সেরেছেন।
কিন্তু তাঁর এই পোস্ট ঘিরে তুমুল বিতর্ক তৈরি হয়। কেউ বলেন, এমন উন্মুক্ত শরীরের ছবি পোস্ট করা অশ্লীলতা। কেউ কেউ আবার তাঁকে এই পদ থেকে সরিয়ে দেওয়া উচিত। তবে এত পোস্টের ভিড়ে কেউ কেউ আবার তাঁর প্রশংসাও করেছেন তাঁর।