বেঙ্গালুরু (Bengaluru) থেকে কলকাতায় (Kolkata) ফেরার পথে বিমানেই অসুস্থ হয়ে পড়েন এক যাত্রী। পূর্ব পরিকল্পনা ছাড়াই কলকাতাগামী ওই বিমান তড়িঘড়ি নামে ওডিশার ভুবনেশ্বরে। কিন্তু জরুরি অবতরণের পরেও বাঁচানো গেল না ২৭ বছরের ওই যুবককে। হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
রবিবার সকালে এয়ার এশিয়া (AirAsia)-র উড়ানে বেঙ্গালুরু খেকে কলকাতায় ফিরছিলেন হাবিবুর খান। মাঝআকাশে আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। সেখানে তাঁর প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা কর হয়। এরপর ওডিশার ভুবনেশ্বরে অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট। সকাল ৭টা ৫৬ মিনিটে বিজু পট্টনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরে নামে এয়ার এশিয়ার উড়ানটি।
আরও পড়ুন: Anish Khan: আনিস খান হত্যার তদন্ত শেষ করতে হবে এক মাসের মধ্যে, নির্দেশ আদালতের
হাবিবুর খানের বাড়ি পূর্ব মেদিনীপুরে। মাঝআকাশে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর, ভুবনেশ্বরে তাঁকে ক্যাপিটাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।