রবিবার নয়াদিল্লি থেকে তেল আভিভের সব বিমান বাতিল করে দিল এয়ার ইন্ডিয়া। ইজরায়েলে হামাস জঙ্গিগোষ্ঠীর হামলার পরই এই সিদ্ধান্ত কেন্দ্রের। তেল আভিভ থেকে দিল্লিগামী AI140 বিমানটিও নিরাপত্তার স্বার্থে বাতিল ঘোষণা করা হয়েছে। ইন্ডিয়া টুডের একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে, বাতিল হওয়া বিমানের যাত্রীদের সব ধরনের পরিষেবা দেবে এয়ার ইন্ডিয়া।
এদিকে মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে সাঙ্গমা বিদেশমন্ত্রককে জানিয়েছেন,তাঁর রাজ্যের ২৭ জন জেরুজালেমের বেথলেহ্যামে আটকে আছেন। তীর্থে গিয়েছিলেন তাঁরা। বিদেশমন্ত্রককে তিনি জানিয়েছেন, তাঁদের সুস্থভাবে ঘরে ফেরানো হোক।
আরও পড়ুন: ইজরায়েলে থাকা প্রবাসীদের জন্য বিশেষ নির্দেশিকা ভারতীয় দূতাবাসের
ইজরায়েলের পরিস্থিতি এখনও অগ্নিগর্ভ। এই পরিস্থিতিতে ওই দেশে বসবাসকারীদের বিনা নোটিসে কোথায় না যাওয়ার আর্জি করেছে প্রশাসন। ভারতীয় দূতাবাসের পক্ষ থেকেও সবাইকে প্রশাসনের পাশে থাকার আবেদন করা হয়েছে।