একসঙ্গে ছুটিতে গিয়েছিলেন প্রায় ৩০০ জন কর্মী । কারণ দেখিয়েছিলেন অসুস্থতার ।গণছুটির ফলে বিমান পরিষেবাও ব্যাহত হয় । এবার সেই কর্মীদের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ করল এয়ার ইন্ডিয়া । জানা গিয়েছে, গণছুটি নেওয়ার জন্য এক চিঠিতে প্রায় ২৫ জন ক্রেবিন ক্রুকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে । সংবাদ সংস্থা এএনআই সূত্রে এমনই খবর পাওয়া গিয়েছে ।
টাটা গ্রুপের হাতে মালিকানা বদল হওয়ার পর থেকেই এয়ার ইন্ডিয়ায় সমস্যা দেখা দিয়েছে । সংস্থার বিরুদ্ধে অব্যবস্থার অভিযোগ তুলেছেন কর্মীরা । যার প্রতিবাদে অঘোষিত ধর্মঘট শুরু করেন কেবিন ক্রু সদস্যরা । হঠাৎ একসঙ্গে ৩০০ সিনিয়র কেবিন ক্রু ছুটি নেন । শেষ মুহূর্তে জানান, তাঁরা অসুস্থ হয়ে পড়েছেন। এমনকী তাঁদের মোবাইল ফোনও বন্ধ ছিল বলে অভিযোগ । সংস্থার তরফে জানানো হয়েছে, নীতিবিরুদ্ধ আচরণ করেছেন তাঁরা । সেইকারণে ২৫ জনকে ছাঁটাই করা হয়েছে । সংখ্যাটা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে । 'সিক লিভ'-এ থাকা প্রত্যেক কর্মীর কাছে বরখাস্তের চিঠি পৌঁছবে বলে সংস্থা সূত্রে খবর ।
সম্প্রতি গণছুটির ফলে বিমান পরিষেবা ব্যাহত । বুধবার এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের শতাধিক আন্তর্জাতিক এবং অন্তর্দেশীয় উড়ান বাতিল করে দিতে হয় । এমন চূড়ান্ত অব্যবস্থার শাস্তি স্বরূপই ওই কর্মীদের ছাঁটাই করা হল ।