ইজরায়েলের উপর হামলা চালিয়েছে ইরান। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতে ভারত এবং ইজরায়েলের মধ্যে আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল এয়ার ইন্ডিয়া।
এয়ার ইন্ডিয়ার বিবৃতি
এবিষয়ে রবিবার একটি বিবৃতি প্রকাশ করেছে এয়ার ইন্ডিয়া। ওই বিবৃতিতে জানানো হয়েছে দিল্লি এবং তেল আভিভের মধ্যে বিমান চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে।
দিল্লি থেকে তেল আভিভ পর্যন্ত প্রতি সপ্তাহে চারটি করে বিমান চলাচল করে। আপাতত কোনও বিমানই চালানো হবে না বলে জানানো হয়েছে। এদিকে ২০২৩ সালে ইজরায়েলের উপর হামলা চালায় হামাস। সেসময় পরিষেবা বন্ধ রেখেছিল এয়ার ইন্ডিয়া। ৩ মার্চ ফের পরিষেবা চালু করা হয়েছিল ওই বিমান পরিবহন সংস্থা। এরপর ফের রবিবার থেকে ওই পরিষেবা বন্ধ করা হল এয়ার ইন্ডিয়ার তরফে।