এয়ার ইন্ডিয়ায় প্রচুর কাজের সুযোগ। সেই সঙ্গে বিপুল সংখ্যক নতুন বিমানও কিনবে সংস্থাটি। নতুন করে নিয়োগ করা হবে ১০০০ জন পাইলট। সেই সঙ্গে বোয়িং এবং এয়ারবাসের থেকে ৪৭০টি নতুন বিমান কিনবে এয়ার ইন্ডিয়া। বর্তমানে এয়ার ইন্ডিয়ায় চাকরি করেন ১৮০০ পাইলট।
গত জানুয়ারি মাসে সরকারের কাছ থেকে এয়ার ইন্ডিয়া চলে যায় টাটা গোষ্ঠীর হাতে। এরপরই সংস্থাটিকে ঢেলে সাজাবার উদ্যোগ নেওয়া হয়। বিপুল সংখ্যক পাইলট নিয়োগ তারই অঙ্গ। এয়ার ইন্ডিয়ার বিজ্ঞাপন থেকে জানা যাচ্ছে, এয়ার ইন্ডিয়া এ-৩২০, বি-৭৭৭, বি-৭৩৭ ওড়ানোর জন্য ক্যাপ্টেন, ফার্স্ট অফিসার এবং প্রশিক্ষক নিয়োগ করা হবে।
সম্প্রতি এয়ার ইন্ডিয়ার নতুন কর্তৃপক্ষ পাইলট এবং কেবিন ক্রুদের বেতন কাঠামো ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে। কাজের শর্তেও অনেক বদল আনার কথা ভাবছে সংস্থা। এর বিরোধিতা করে কর্মী সংগঠনের অভিযোগ, নয়া বেতনক্রম এবং কাজের শর্ত শ্রম আইনের বিরোধী।