এয়ার ইন্ডিয়ার সঙ্গে মিশে যাচ্ছে ভিস্তারা এয়ার লাইন্স। শুক্রবার এবিষয়ে সবুজ সংকেত দিয়েছে কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া। এর ফলে দুটি সংস্থা এবার যৌথ ভাবে বিমান পরিষেবা দেবে।
এয়ার ইন্ডিয়ার মালিকানা পুরোপুরিভাবে টাটার হাতে থাকলেও ভিস্তারা এয়ারলাইন্সের ৫১ শতাংশ ছিল তাদের হাতে। এবং বাকি ৪৯ শতাংশের মালিক ছিল সিঙ্গাপুর এয়ারলাইন্স। কিন্তু দুই সংস্থা মিশে যাওয়ায় সিঙ্গাপুরের হাতে থাকবে মাত্র ২৫.১ শতাংশ।
এবিষয়ে একটি টুইট করেছে CCI। তাদের তরফে করা ওই টুইটে জানানো হয়েছে, এয়ার ইন্ডিয়ার সঙ্গে Tata CIA-মিশে যাচ্ছে। তারা যৌথভাবে পরিষেবা দেবে।
এই সংযুক্তিকরণের ফলে টাটায় বিরাট বিনিয়োগ হতে পারে বলে মনে করা হচ্ছে। ভিস্তারার সিইও বিনোদ কান্নান এর আগেও জানিয়েছিলেন, এয়ার ইন্ডিয়ার উপর তাঁদের সম্পূর্ণ আস্থা রয়েছে। এর ফলে ভিস্তারার থেকে সাধারণ মানুষ যেমন পরিষেবা আশা করেন তেমনই পাবেন।