জল্পনা ছিলই। অবশেষে সত্যি হল। INDIA জোটে যোগ দিল অজয় এডওয়ার্ডের হামরো পার্টি। দিল্লিতে কংগ্রেসের সদর দফতরে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করেন স্বয়ং এডওয়ার্ড। তাঁর সঙ্গে যোগ দিলেন গোর্খা পরিসঙ্গ নেতা মুণিশ তামাং।
২০২২ সালে তৃণমূল কংগ্রেস ছাড়ার পর ২০২৩ সালের ২৬ ডিসেম্বর কংগ্রেসে যোগ দিয়েছিলেন বিনয় তামাং। এরই মধ্যে জল্পনা উঠেছিল মোর্চা সুপ্রিমো বিমল গুরুংয়ের সঙ্গে হাত মিলিয়ে কংগ্রেসের সমর্থন নিয়ে পাহাড়ে লড়তে পারেন অজয়। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার সরাসরি ইন্ডিয়া জোটে যোগ দিলেন তিনি। রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রাতেও দেখা গিয়েছিল তাঁকে।
প্রত্যেক নির্বাচনেই বিশেষ ভাবে নজর থাকে পাহাড়ের আসনগুলির দিকে। আসন্ন লোকসভা নির্বাচনে দার্জিলিংয়ে বিজেপির হয়ে টিকিট পেয়েছেন রাজু বিস্ত। কিন্তু তারপরেই বেসুরো গাইতে শুরু করেছেন কার্শিয়ংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। সূত্রের খবর, ওই পরিস্থিতিতে বিমল গুরুংয়ের সঙ্গে বৈঠক করেন বিষ্ণু। সেখানে উপস্থিত ছিলেন অজয় এডওয়ার্ড। তাহলে কি লোকসভা ভোটে নতুন সমীকরণ তৈরি হচ্ছে পাহাড়ে? উত্তর মিলতে পারে ৪ জুন।