উদ্ধব ঠাকরে-এর পর এবার শরদ পাওয়ার । এনসিপি-র নাম ও নির্বাচনী প্রতীক আর ব্যবহার করতে পারবে না শরদ গোষ্ঠী । সেই অধিকার দেওয়া হল শরদের ভাইপো অজিত পাওয়ারকে । লোকসভা ভোটের আগে বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের । কমিশনের এই সিদ্ধান্ত শরদ শিবিরের পাশাপাশি ইন্ডিয়া জোটেও বড় ধাক্কা বলা যেতে পারে ।
মঙ্গলবার কমিশনের নির্দেশ, 'আসল এনসিপি' অজিত পাওয়ার । সেইসঙ্গে, বৃহস্পতিবারের মধ্যে শরদ পাওয়ারের কাছে নতুন দলের নাম এবং প্রতীক সংক্রান্ত আবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । তবে, এটা ইন্ডিয়া জোটের কাছে বড় ধাক্কা হতে চলেছে । 'এনসিপি'-র অধিকার প্রাপ্ত অজিত পাওয়ার আসলে বিজেপির সহযোগী ।
কাকতালীয়ভাবে, গত বছর ফেব্রুয়ারি মাসেই শিবসেনার অধিকার একনাথ শিন্ডের গোষ্ঠীকে দেওয়া হয় । উদ্ধবের আবেদন খারিজ করে দিয়ে শিবসেনার নাম এবং নির্বাচনী প্রতীক তিরধনুক ব্যবহারের অধিকার দিয়েছিল নির্বাচন কমিশন । এবছর ফেব্রুয়ারি মাসেও একই ঘটনা এনসিপি শিবিরে ।