নূপুর শর্মার (Nupur Sharma)মুণ্ড যে কেটে এনে দিতে পারবে, তাঁকে তাঁর সম্পত্তি দিয়ে দেবেন । গত সোমবার আজমের দরগার (Ajmer Dargah) খাদিম সলমন চিস্তির (Salman Chisti Arrested) এমন মন্তব্যে হইচই পড়ে যায় । ক্যামেরার সামনে নূপুর শর্মাকে গুলি করে খুনের হুমকিও দেন তিনি । তারপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি । অবশেষে, মঙ্গলবার রাতে দরগা থানা এলাকার বাসিন্দা সলমন চিস্তিকে গ্রেফতার করেছে আজমের পুলিশ ।
সোমবার সলমনের একটি ভিডিও ভাইরাল হয় । ওই ভিডিওতে সলমনকে বলতে শোনা যায়, কেউ তাঁকে নূপুর শর্মার মাথা এনে দিলে, তাঁকে তিনি তাঁর সমস্ত সম্পত্তি দিয়ে দেবেন ৷ এমনকী,নবীকে অপমানের জন্য নূপুর শর্মাকে গুলি করে খুনের হুমকিও দেন । মুহূর্তের মধ্যেই এই ভিডিও ভাইরাল হয়ে যায় । এরপরই চিস্তির বিরুদ্ধে আজমের থানায় অভিযোগ দায়ের হয় । পুলিশ জানিয়েছে, ভিডিও দেখে মনে হয়েছে, চিস্তি মদ্যপ অবস্থায় ওই ভিডিওটি করেছেন ।
১৭ জুন আজমের দরগার প্রধান ফটকে অন্য এক ঘটনায় উস্কানিমূলক বক্তব্যের অভিযোগ ওঠার পর গত সপ্তাহে চারজনকে গ্রেফতার করা হয়েছিল । গত সপ্তাহেই রাজস্থানে (Rajasthan) নূপুর শর্মাকে সমর্থন করার জেরে এক হিন্দু দরজিকে খুন করা হয়। পরে পুলিশ তাদের গ্রেফতার করে।