অম্বানি পরিবারে খুশির হাওয়া । দ্বিতীয় বার বাবা-মা হলেন আকাশ আম্বানি-শ্লোকা আম্বানি । বুধবার বিকেলে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অম্বানি পরিবারের বড় বউ । এর আগে ২০২০ সালে পুত্র সন্তানের মা হয়েছেন শ্লোকা। হাসপাতাল সূত্রে খবর, মা ও সন্তান দুজনেই সুস্থ রয়েছেন।
এপ্রিল মাসে 'নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার'-এর (Nita Mukesh Ambani Cultural Centre) উদ্বোধনে প্রেগন্যান্সির খবর সামনে আনেন শ্লোকা । আবার দিন কয়েক আগেই মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে মুকেশ আম্বানির সঙ্গে শ্লোকা ও আকাশকে দেখা যায় পুজো দিতে যেতে । সঙ্গে ছিল দুই বছরের ছেলে পৃথ্বীও।
উল্লেখ্য, ২০১৯ সালের ৯ মার্চ বিয়ে হয় আকাশ ও শ্লোকার। মুম্বইয়ের জিও ওয়ার্ড সেন্টারে বসেছিল মেগা বিয়ের জমকালো আসর ।