মদ ছাড়ানো নিয়ে অনেক বিজ্ঞাপন। বিভিন্ন এলাকায় রিহ্যাব সেন্টার। মদ নিয়ে পারিবারিক অশান্তি, খুন, ধর্ষণের খবরও প্রকাশ্যে আসে। কিন্তু ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভের রিপোর্ট অন্য কথা বলছে। তাঁদের সাম্প্রতিক সমীক্ষায় জানা গিয়েছে, দেশে মদ্যপানের প্রবণতা কিন্তু হ্রাস পাচ্ছে। দাবি করা হচ্ছে, দেশে সুরাপায়ীদের সংখ্য়া বৃদ্ধির ঘটনা আসলে মিথ।
অক্সফোর্ড অ্যাকাডেমিক জার্নালে প্রকাশিত গবেষণা বলছে, মহিলাদের তাড়ি বা স্থানীয় মদ খাওয়ার প্রবণতা বাড়ছে। বিয়ার খাওয়ার প্রবণতাও বাড়ছে। মদ্যপায়ীদের মধ্যে বাড়ছে দেশি মদের চাহিদা। যদিও এটাও বলা হয়েছে, দেশের মোট জনসংখ্য়ার খুব ছোট অংশ মদ্যপায়ী। ভারতীয়দের মদ্যপানের গড় বয়স ১৩ বছর ৬ মাস। যা বেশ উদ্বেগের বলে জানাচ্ছে এই সমীক্ষা।
২০১৫-১৬ এই সময়ের তুলনায় বর্তমানে পুরুষদের মদ্যপানের হার কমেছে ২২.৩৭ শতাংশ। মহিলাদের ক্ষেত্রে এই হার কমেছে ৩৯ শতাংশ। তবে পুরুষদের দৈনিক মদ্যপানের পরিমাণ বেড়েছে ২৪.১৯ শতাংশ। সপ্তাহে একবার মদ্যপান করা মানুষের সংখ্যা বেড়েছে ৭.২৪ শতাংশ।