All Women Reserve Battalion : তৈরি হল নজির, গড়া হচ্ছে CISF-এর প্রথম মহিলা বাহিনী

Updated : Nov 14, 2024 13:41
|
Editorji News Desk

দেশের অভ্যন্তরীণ নিরাপত্তাকে মজবুত করতে আরও এক ধাপ এগোল কেন্দ্র। প্রস্তাব মতো এবার সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ)-এ পৃথক ভাবে মহিলাদের নিয়ে তৈরি করা হচ্ছে একটি বিশেষ বাহিনী। কমান্ডোর আদলে তৈরি এই বাহিনীর নাম দেওয়া হয়েছে অল-ওয়েমেন রিজার্ভ ব্যাটেলিয়ন। এর আগে CISF -এর অধীনে কখনও কোনও মহিলা কমান্ড বাহিনী গড়া হয়নি। এই বাহিনীতে ১ হাজারের থেকে কিছু বেশি সংখ্যক সদস্য থাকবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিআইএসএফ হল সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স। এটি একটি কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী। সরকারি প্রতিষ্ঠানের দায়িত্বে থাকে এই বাহিনী। বর্তমানে সিআইএসএফ-এর অধীনে ১২টি ব্যাটেলিয়ান রয়েছে। এই বাহিনী সব পরিধিতেই কাজ করে। নির্বাচনের সময় এই সিআইএসএফ-এর কাঁধেই থাকে দায়িত্ব। এমনকি সংসদ ভবনের দায়িত্বেও থাকে এই সিআইএসএফ বাহিনী। এমনকি বিভিন্ন বাহিনীতেও যৌথভাবে নিজেদের দায়িত্ব পালন করেন সিআইএসএফরা। এবার এই বাহিনিতেই আলাদা করে মহিলাদের একটি বাহিনী তৈরি করা হচ্ছে। 

ভারতের আইনের অধীনে ১৫ মার্চ ১৯৬৯ সালে ২৮০০ জনকে নিয়ে এই CISF বাহিনী গড়ে তোলা হয়েছিল। এরপরে ১৫ জুন ১৯৮৩ সালে ভারতীয় আইনের অধীনে এই বাহিনীকে সশস্ত্র বাহিনীতে পরিণত করা হয়। বর্তমানে এই বাহিনীর সদস্য সংখ্যা ১ লক্ষ ৮০ হাজার ছাড়িয়েছে। যার মধ্যে ৭ শতাংশই মহিলা। 

এই বাহিনীতে আগে শুধুমাত্র পুরুষদের অন্তর্ভুক্ত করা হত। ১৮৮২ সালে এই নিয়ম ভাঙা হয়, ভারতের কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর প্রথম মহিলা কম্যান্ড্যান্ট হয়ে নজির গড়েন আশা সিনহা। তিনি মাজাগাঁও ডক শিপবিল্ডার্স লিমিটেডের কমাড্যান্ট পদে ছিলেন। এরপর থেকে এই মহিলাদের সংখ্যা ক্রমেই বাড়ানো হয়েছে বাহিনীতে। 

ভারতীয় সেনাবাহিনীর কোথায় কত মহিলা? 

ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ৪ অগাস্ট ২০২৩ সালের পরিসংখ্যান বলছে, ভারতীয় সেনাবাহিনীতে প্যারা কম্যান্ডো, ইন্টেলিজেন্স, সিগন্যাল, অর্ডন্যান্স, ইঞ্জিনিয়ারিং, রাইফেল, অ্যাডমিনিস্ট্রেশন, এবং সিকিউরিটি মিলিয়ে মোট মহিলা অফিসার রয়েছেন ১ হাজার ৭৩৩ জন। আর অন্যন্য পদে রয়েছেন ১০০ জন। 

ফাইটার পাইলট, ট্রান্সপোর্ট পাইলট, টেকনিক্যাল অফিসার মিলিয়ে ভারতীয় বিমান বাহিনীতে মোট ১ হাজার ৬৫৪ জন মহিলা রয়েছেন। আর নৌ-বাহিনীর অগ্নিবীর পদে রয়েছেন ১৫৫ জন। আর ভারতীয় নৌ- বাহিনীতে নৌযান পরিচালনা, সিগন্যাল, ইঞ্জিনিয়ারিং, বা নৌ নিরাপত্তা এবং কৌশলগত দায়িত্বে মোট ৫৮০ জন রয়েছেন।

নৌ-বাহিনীতে অগ্নিবীর নাবিক পদে রয়েছেন ৭২৬ জন। উপরোক্ত বিপুল সংখ্যক মহিলা বাহিনীর মধ্যে সেনাবাহিনী মেডিক্যাল কপস, সেনাবাহিনী ডেন্টাল কপস এবং মিলিটারি নার্সিং সার্ভিসেসে প্রায় পাঁচ হাজার মহিলা রয়েছেন। 

কিন্তু ভারতীয় সেনায় এই বিপুল সংখ্যক মহিলা থাকলেও, এতদিন CISF-এ মহিলাদের জন্য বিশেষ কোনও বাহিনী গড়া হয়নি। এবার সেই কাজটিই সেরে ফেলল কেন্দ্র। গত ২০২২ সালে ৫৩ তম সিআইএসএফ দিবসের অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ অনুসারে বাহিনীতে সর্ব-মহিলা ব্যাটালিয়ন তৈরির প্রস্তাব দেওয়া হয়েছিল। এর পরেই এই প্রস্তাবের উপর কাজ শুরু হয়।

এই বাহিনী তৈরির মূল লক্ষ্যই ছিল মহিলাদের ক্ষমতায়ন এবং জাতীয় নিরাপত্তায় তাদের ভূমিকা বাড়ানো। ইতিমধ্যেই সিআইএসএফের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল দীপক বর্মা এক বিবৃতিতে জানিয়েছেন, 'এই নতুন ব্যাটেলিয়নের জন্য খুব শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া, প্রশিক্ষণ এবং ব্যাটেলিয়নের সদর দফতর নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি শুরু হয়েছে।'

 মনে করা হচ্ছে আগামী বছরের মধ্যেই সিআইএসএফের 'অল উইম্যান ব্যাটেলিয়ান' দেশের সুরক্ষার জন্য প্রস্তুত হয়ে যাবে। সিআইএসএফ সূত্রে আরও জানা গিয়েছে, নিয়োগের পর সংশ্লিষ্ট মহিলা বাহিনীর সদস্যদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। যাতে তাঁরা যে কোনও পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকেন।

সংশ্লিষ্ট বাহিনীর নেতৃত্ব থাকবেন সিনিয়র কমান্ড্যান্ট পদমর্যাদার একজন আধিকারিক। এই বাহিনী বিমানবন্দরের নিরাপত্তা সামলানোর পাশাপাশি ভিআইপি নাগরিকদের নিরাপত্তার কাজেও মোতায়েন করা হবে। এছাড়াও রাজধানী দিল্লির অন্দরেও একাধিক দায়িত্ব তাঁদের কাঁধে দেওয়া হতে পারে বলেই খবর।

বর্তমানে দেশের ৬৮টি অসামরিক বিমানবন্দর, দিল্লি মেট্রো এবং তাজমহল ও দিল্লির লাল কেল্লার মতো স্থানে মহিলা সিআইএসএফদের দায়িত্ব সামলাতে দেখা যায়। এই নিয়োগের ফলে সেট সংখ্যা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।  

CISF

Recommended For You

editorji | ভারত

Mumbai News : বাঁক খেতে গিয়ে ফেরিতে ধাক্কা, মুম্বইয়ে ভাইরাল নৌ-সেনার স্পিড বোটের ভিডিও

editorji | ভারত

Mamata Banerjee : আম্বেদকর নিয়ে শাহের ফ্যাশন মন্তব্য, তীব্র কটাক্ষ তৃণমূল নেত্রীর, পাল্টা জবাব মোদীর

editorji | ভারত

One Nation One Vote : কেমন হবে ভোট দানের চরিত্র, সিদ্ধান্ত এবার JPC-র কোর্টে

editorji | ভারত

ABHA Card: স্বাস্থ্য পরিষেবা নিয়ে এবার বিশেষ অ্যাকাউন্ট, লিঙ্ক করতে হবে আধার

editorji | ভারত

Fake International Call: আন্তর্জাতিক নম্বর থেকে ভুয়ো কল! হোয়াটসঅ্যাপে স্প্যাম থেকে বাঁচতে কী করবেন