গোটা দেশে ধুমধাম করে পালিত হচ্ছে রামনবমী (Ram Navami)। দেশের বিভিন্ন প্রান্তেই 'জয় শ্রী রাম' স্লোগান দিয়ে মিছিল করেছেন হিন্দু ধর্মীয় সংগঠনের নেতা ও কর্মীরা। তার মধ্যেই অশান্তির খবর পাওয়া গেল জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে।
অভিযোগ, রামনবমীর দিন হস্টেলে মাংস (JNU controversy in Ram Navami) নিয়ে ঢোকা যাবে না বলে দাবি করেছিলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (ABVP) নেতারা।
অভিযোগ, মাংস নিয়ে মেসে ঢোকার জন্য মেসের সেক্রেটারির ওপর হামলা (JNU controversy in Ram Navami) করেন তাঁরা। ঘটনাটি ঘটেছে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের কাবেরী হোস্টেলে।
আরও পড়ুন: বন্ধু পন্তের কাছে থামল শ্রেয়সের বিজয়রথ, ব্রেবোর্নে কুলদীপের মধুর বদলা
জানা গিয়েছে, রবিবার দিন ওই হোস্টেলের মেনুতে মাংস থাকাই নিয়ম। 'কেন রামনবমীর দিন হোস্টেলে মাংস এল' এই প্রশ্ন করে মারধরের অভিযোগ উঠেছে (JNU controversy in Ram Navami) অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের নেতাদের বিরুদ্ধে। এবিভিপি'র বিরুদ্ধে অভিযোগ করেছেন ছাত্র সংসদের নেত্রী।
ওই নেত্রী ঐশী ঘোষ (Aishe Ghosh) টুইটারে লেখেন, "আমরা কী খাব না খাব, তা ঠিক করার দেওয়ার এবিভিপি'র গুন্ডারা কে? কেন জেএনইউ কর্তৃপক্ষ পড়ুয়াদের অধিকারের প্রশ্নে কোনও ব্যবস্থা নিচ্ছেন না?" তাঁদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ার অভিযোগও করেছেন ঐশী। রবিবার সন্ধেবেলায় ওই ঘটনায় বেশ কয়েকজন পড়ুয়া আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
অন্যদিকে, এবিভিপির তরফে অভিযোগ করা হয়েছে, বাম ছাত্র সংগঠনের সদস্যরা তাঁদের উপর আক্রমণ চালায়।