যতকাণ্ড এয়ার ইন্ডিয়াতে। এবার মাঝ আকাশে হাতাহাতির অভিযোগ। অভিযোগ দিল্লি থেকে লন্ডনের উড়ানে এক বিমানকর্মীকে মারধোরের অভিযোগ এক যাত্রীর বিরুদ্ধে। দিল্লি বিমানবন্দর সূত্রে খবর, লন্ডনের বদলে দিল্লিতেই ফেরত আনা হয় ওই উড়ান। পুলিশের কাছে অভিযোগও দায়ের করা হয়েছে। ওই যাত্রীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বলেও উড়ান সংস্থার তরফে দাবি করা হয়েছে।
২২৫ জন যাত্রী নিয়ে দিল্লি থেকে লন্ডন যাচ্ছিল এয়ার ইন্ডিয়ার এই উড়ান। উড়ান সংস্থার দাবি, মাঝ আকাশে বিমানের এক যাত্রী বিনা প্ররোচনায় বিমানকর্মীকে মারধোর শুরু করেন। লন্ডনের বদলে তৎক্ষণাত উড়ান দিল্লি ফিরিয়ে আনা হয়। বিমানবন্দরেই দিল্লি পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। এবং অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
বিমানবন্দর সূত্রে খবর, পরে লন্ডনের দিকে উড়ে যায় এয়ার ইন্ডিয়ার ওই উড়ান।