সংসদে পাশাপাশি রাহুল-অভিষেক। মঙ্গলবার সাংসদের শপথ অনুষ্ঠানের মাঝে এই ছবিই ধরা পড়ল লোকসভায়। যদিও এদিন সংসদে ঢোকার মুখে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, তাদের অন্ধকারে রেখেই স্পিকার পদে কে সুরেশকে প্রার্থী করেছে কংগ্রেস। তবে এই ব্যাপারে তৃণমূলের ভূমিকা কী হবে, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেসও দাবি করেছে, আলোচনার মাধ্যমে এই সমস্যা মিটে যাবে।
মঙ্গলবার স্পিকার পদে নির্বাচনের জন্য মনোনয়ন জমা দিয়েছেন কংগ্রেস সাংসদ কে সুরেশ। তাঁর মনোনয়ন জমায় তৃণমূলের সই ছিল না বলেই দাবি করা হয়। তৃণমূল সূত্রে দাবি করা হয়, এই ব্যাপারে তাদের সঙ্গে জোটের অন্যতম শরিক কংগ্রেস কোনও আলোচনা করেনি।
এরমধ্যেই প্রার্থী প্রত্যাহার নিয়ে বিরোধীদের কাছে একবার অনুরোধ করেছেন বিজেপি নেতা ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। যদিও সেই অনুরোধে কান দেয়নি বিরোধী শিবির। বরং তারা অনড় বুধবারের নির্বাচনকে নিয়ে। এই নির্বাচনে তৃণমূলের ভূমিকা কী হবে, তা এখন কালীঘাটের কোর্টে।